আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্ক, হইহট্টগোলের মধ্যেই আমেরিকায় পাশ হয়ে গিয়েছে ‘বড় এবং সুন্দর বিল’! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বপ্নের বিল শুক্রবার থেকে আইনে পরিণত হয়েছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষে বিল পাশ হয়ে যাওয়ায় ‘বড়’ জয় পেলেন ট্রাম্প। আর ট্রাম্পের এই জয়ে কেউ খুশি হলেন, কারও কারও আবার মাথায় হাত!দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্পের ‘এজেন্ডার’ কেন্দ্রবিন্দুতে ছিল এই কর এবং ব্যয় সংক্রান্ত অর্থবিল। সেই বিল পাশ করাতে বার বার বাধার মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্টকে। ঘরে-বাইরে প্রশ্নের মুখেও পড়েন। তবে এই বিল নিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসে পাশ হয়ে যায় বিলটি। মার্কিন আইনসভা বা কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটে বিলটি অনুমোদন পেয়েছে। দুই কক্ষে পাশ হওয়ার পর বিলে সই করতে চলেছেন ট্রাম্প!শুক্রবার থেকে কার্যকর হওয়া ‘বড় এবং সুন্দর’ বিলে যেমন কিছু ক্ষেত্র উপকৃত হবে, আবার কোনও কোনও ক্ষেত্রে তা শঙ্কারও কারণ!ব্যবসায়ী, নির্মাতারা এই বিল নিয়ে খুশি। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৭ সালে ‘কর এবং চাকরি আইনে’ সই করেছিলেন। এই আইনের ফলে চাকুরিজীবীদের আয়ের উপর কর কমানো হয়। বিশেষজ্ঞদের মতে, এই আইন থেকে ধনী আমেরিকানেরা বেশি উপকৃত হবেন! শুক্রবার থেকে কার্যকর হওয়া আইনে পুরনো নিয়ম বলবৎ থাকছে। মেয়াদ বাড়ছে।