News71.com
 International
 03 Jul 25, 10:37 AM
 9           
 0
 03 Jul 25, 10:37 AM

জাপানে ভয়াবহ সুনামির আশঙ্কা॥প্রাণহানি ঘটতে পারে ৩ লক্ষাধিক মানুষের  

জাপানে ভয়াবহ সুনামির আশঙ্কা॥প্রাণহানি ঘটতে পারে ৩ লক্ষাধিক মানুষের   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ভয়াবহ ‘মেগাক্যুয়েক’ বা বিশাল ভূমিকম্পের আশঙ্কায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি দেশটির সরকার এক প্রতিবেদনে সতর্ক করে জানিয়েছে, একটি শক্তিশালী ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ২,৯৮,০০০ মানুষ প্রাণ হারাতে পারেন, আর ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত।বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩০ বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে,যার সম্ভাবনা প্রায় ৭৫ থেকে ৮২ শতাংশ। জাপান সরকার জানায়, ২০১৪ সালে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার আওতায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা সম্ভাব্য প্রাণহানি মাত্র ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে। অথচ পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর হার কমানো উচিত ছিল ৮০ শতাংশ পর্যন্ত। এই প্রেক্ষাপটে জাপান সরকার নতুন করে একটি হালনাগাদ দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশজুড়ে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জনসচেতনতা বাড়াতে নিয়মিত মহড়া চালানো হবে। নানকাই ট্রাফ হলো প্রায় ৫০০ মাইল দীর্ঘ একটি সমুদ্রতলীয় খাত, যেখানে একটি টেকটোনিক প্লেট আরেকটির নিচ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। এই এলাকায় প্রতি ১০০ থেকে ২০০ বছর পরপর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। সর্বশেষ এমন মেগাক্যুয়েক হয়েছিল ১৯৪৬ সালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন