News71.com
 Sports
 02 Apr 23, 12:52 PM
 101           
 0
 02 Apr 23, 12:52 PM

মুস্তাফিজকে ছাড়া মাঠে নেমে বড় হার দিল্লির।।

মুস্তাফিজকে ছাড়া মাঠে নেমে বড় হার দিল্লির।।

স্পোর্টস ডেস্কঃ ঘটা করে উড়িয়ে নিয়ে গিয়েও মুস্তাফিজুর রহমানকে প্রথম ম্যাচে বসিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। কাটার মাস্টারের অনুপস্থিতিতে ব্যর্থ হয়েছেন দিল্লির বোলাররা। তাতে লখনৌ সুপার জায়ান্ট স্কোরকার্ডে জমা করেছে বড় সংগ্রহ। বোলারদের পর ব্যাটারদের ব্যর্থতায় দিল্লির শুরুটা হলো হার দিয়ে।ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১ এপ্রিল) স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টস রানে হারিয়েছে সফরকারী দিল্লি ক্যাপিটালসকে। এদিন টস জিতে আগে ফিল্ডিং নেয় দিল্লি। নিজেদের মাঠে কাইল মেয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ করে লখনৌ। জবাবে মার্ক উডের বোলিং তোপে দিল্লি ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৩ রান। ফলে ৫০ রানের জয় পায় লখনৌ। ৫ উইকেট নিয়েছেন এই ইংলিশ পেসার। ভাড়া করা বিমানে করে উড়িয়ে নিয়ে গেলেও মুস্তাফিজকে প্রথম ম্যাচে একাদশে রাখেনি সফরকারী দলটি। এমনকি বেঞ্চের অতিরিক্ত খেলোয়াড়ের তালিকাতেও তার নাম নেই।

 

এ দিন চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার থাকায় মোস্তাফিজকে হয়তো বিবেচনা করেনি দিল্লি। তবে তাকে যেভাবে ঘটা করে নিয়ে যাওয়া হলো, তাতে অনেকে মনে করেছিলেন প্রথম ম্যাচেই দেখা যাবে কাটার মাস্টারকে। ম্যাচে অবশ্য কাটার মাস্টারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে দিল্লি। বল হাতে ব্যর্থ হয়েছেন চেতন সাকারিয়া। ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান। দিল্লির বোলারদের তুলোধুনো করেছেন ক্যারিবিয়ান ব্যাটার কাইল মেয়ার্স। মাত্র ৩৮ বলে ২ চার ও ৭ ছয়ে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ২১ বলে ৩৬ রান করেন নিকলাস পুরান। বাকিদের ছোট ছোট সংগ্রহও অবদান রেখেছে লখনৌয়ের বড় সংগ্রহ অর্জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন