
স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। ভারত নয় শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় তারা। বাংলাদেশ ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। তবে এরই মাঝে ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে বিসিবি। এবার আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আশাবাদী যে আইসিসি তাদের চিঠির উত্তর দেবে এবং ভেন্যু পরিবর্তনের দাবিটি বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে পাঠাবে কাছে পাঠাবে। বিরোধ নিষ্পত্তি কমিটি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত। আইসিসি বিরোধ নিষ্পত্তি কমিটি একটি স্বাধীন সালিশ সংস্থা, যা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করে। এটি ইংরেজি আইন অনুযায়ী পরিচালিত হয় এবং এর কার্যক্রম লন্ডনে অনুষ্ঠিত হয়। সমস্ত অভ্যন্তরীণ প্রতিকার শেষ হয়ে গেলে এটি আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সম্পর্কিত মামলার শুনানি করতে পারে।