News71.com
 Sports
 04 Jun 20, 10:26 AM
 543           
 0
 04 Jun 20, 10:26 AM

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল॥ ক্লাবগুলোকে বেশকিছু নির্দেশনা

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল॥ ক্লাবগুলোকে বেশকিছু নির্দেশনা

স্পোর্টস ডেস্কঃ প্রতি ম্যাচে স্টেডিয়ামে সর্বোচ্চ তিনশ' জন প্রবেশ করতে পারবে। কোচ ও ফুটবলারদের সংবাদ সম্মেলন হবে ভিডিও কলের মাধ্যমে। লিগ সামনে রেখে ক্লাবগুলোকে এমন সব নির্দেশনা দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। এদিকে, লিগ মাঠে গড়াতে যদি আরও দেরি হয়, তাহলে প্রতি সপ্তাহে আরও ৩৫ মিলিয়ন পাউন্ড করে কাটবে সম্প্রচার প্রতিষ্ঠান।তারিখটা মোটামুটি ঠিকঠাক। ১৭ জুন আবারো মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু, করোনাভাইরাস সংক্রমণ যে কমেনি এখনও। তাই দর্শকশূন্য তো বটেই, ম্যাচের সঙ্গে সম্পৃক্ত মানুষের স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারেও সীমাবদ্ধতা রাখছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রতি ম্যাচে একটি ক্লাবের সর্বোচ্চ ২০ ফুটবলার, কোচিং ও মেডিকেল স্টাফ মিলিয়ে ১২ জন এবং ডিরেক্টর ও কর্মকর্তা মিলিয়ে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থাকতে পারবে। সীমাবদ্ধতা থাকবে সম্প্রচার স্টাফদের ক্ষেত্রেও।আরও কিছু নির্দেশনা পেয়েছে ক্লাবগুলো। অনাবশ্যক জনসমাগম এড়াতে কড়াকড়ি নিয়ম রাখা হচ্ছে। ভেন্যুতে সর্বোচ্চ ৪০ জন গণমাধ্যমকর্মী প্রবেশ করতে পারবেন। ম্যাচের আগে বা পরে কোচ ও ফুটবলাররা তাদের সঙ্গে ভিডিও কলে যোগ দেবেন। এছাড়া, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অপারেটররা অবস্থান করবেন ভিন্ন কক্ষে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন