News71.com
 Sports
 04 Jun 20, 10:08 AM
 556           
 0
 04 Jun 20, 10:08 AM

অস্ট্রেলিয়ার পরিবর্তে T20 বিশ্বকাপ নিউজিল্যান্ডে আয়োজনের প্রস্তাব॥

অস্ট্রেলিয়ার পরিবর্তে T20 বিশ্বকাপ নিউজিল্যান্ডে আয়োজনের প্রস্তাব॥

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডে আয়োজন করা যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। মনে করেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্স। করোনাভাইরাসের প্রভাব অনেকটাই কাটিয়ে উঠায় নিউজিল্যান্ডকে নিরাপদ ভেন্যু মনে করছেন এই বিখ্যাত ধারাভাষ্যকার। তবে আইসিসি কিংবা নিউজিল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।করোনাভাইরাসের প্রভাব নাকি মোড়লদের অনিচ্ছা, কিংবা দুটো কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে শঙ্কায়। আসরটি নিয়ে জলঘোলা কম হচ্ছেনা। আর আয়োজক অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়ে বেশি আগ্রহী দ্বিপাক্ষিক সিরিজে, কারণ তাতে আর্থিক লাভের অংকটা বেশি। আরেক মোড়ল ভারতীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আইপিএল। ইংল্যান্ডেরও সব চিন্তা ভাবনা ঘিরে নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। তিন মোড়লের এমন আগ্রহে টি-টোয়েন্টি বিশ্বকাপটাই পড়েছে হুমকির মুখে। সবারই অজুহাত সেই করোনা ভাইরাস।ভাইরাসই যদি আপত্তির কেন্দ্রে থাকে তবে তার সমাধানও আছে। অন্তত সাবেক অজি ক্রিকেটার এবং তুমুল জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স তেমনই একটি সমাধান দিয়েছেন। তার পরামর্শ, অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে নিউজিল্যান্ডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন