News71.com
 Bangladesh
 23 Jan 26, 07:41 PM
 9           
 0
 23 Jan 26, 07:41 PM

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ॥  

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ॥   

নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে বাংলাদেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন।

এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন