News71.com
 Bangladesh
 07 Jul 25, 10:20 PM
 9           
 0
 07 Jul 25, 10:20 PM

১০ জুলাই হাসিনা-কামালের মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য॥  

১০ জুলাই হাসিনা-কামালের মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য॥   

নিউজ ডেস্কঃ পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি হয়।

আসামিদের মধ্যে কেবল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এই মামলায় অভিযুক্তদের পক্ষে তাদের নিজস্ব কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের পক্ষে শুনানি করেন। গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন। এর আগে গত ১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন