News71.com
 Technology
 01 May 21, 09:32 PM
 645           
 0
 01 May 21, 09:32 PM

আলোচিত ব্র্যান্ড হুয়াওয়ের ফোন বিক্রিতে মন্দা।।

আলোচিত ব্র্যান্ড হুয়াওয়ের ফোন বিক্রিতে মন্দা।।

প্রযুক্তি ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা দ্বিতীয় ত্রৈমাসিকে সঙ্কুচিত হয়েছে। হুয়াওয়ে জানিয়েছে, এবছরের প্রথম তিন মাসেই তাদের ফোন বিক্রি ব্যাপকহারে কমে গেছে। হুয়াওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম ত্রৈমাসিকে ১৭ শতাংশ বিক্রি কমেছে। যার পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫২.২ বিলিয়ন ইয়ান।

গত বুধবার রোটেটিং চেয়ারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, হুয়াওয়ের জন্য ২০২১ সাল একটি চ্যালেঞ্জের বছর। তবে এটি কম্পানির ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট কৌশলের সূচনাও চিহ্নিত করছে। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞার কবলে থাকা অবস্থায় সরবরাহের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের দিকে মনোনিবেশ করে যাবে হুয়াওয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন