News71.com
 Technology
 10 Jan 21, 10:02 AM
 596           
 0
 10 Jan 21, 10:02 AM

বাংলাদেশের প্রয়াত নায়ক 'সালমান শাহ’ এবার ভিডিও গেমসে

বাংলাদেশের প্রয়াত নায়ক 'সালমান শাহ’ এবার ভিডিও গেমসে

প্রযুক্তি ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় তারকাদের নিয়ে ভিডিও গেমস বানানোর প্রচলন বেশ আগে থেকেই ছিল। এবার সে তালিকায় ঢুকতে যাচ্ছে বাংলাদেশের নায়ক সালমান শাহের নাম। তাকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেম তৈরি করেছে বাংলাদেশের দুই তরুণ গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়। সিয়ান ও সিয়ামের প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৫ জানুয়ারি গেমটির ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করা হয় ফেসবুকে। এরপরই রীতিমত ভাইরাল হয়ে যায় গেমসের ভিডিওটি। শুধু সালমান ভক্তরাই নয়, বেশিরভাগ ভিডিও গেমারই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্তব্য জানাচ্ছেন ও শেয়ার করছেন। 

ভিডিও গেমটিতে শুধু বাংলাদেশের নায়ক সালমান শাহ-ই থাকছে না। এর পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড ও চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি করা হচ্ছে। মুক্তি দেওয়া ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, এখানে সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় থাকবেন। যেখানে তার একটি হাত আসল হলেও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ সবকিছুই সালমান শাহের মত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন