News71.com
 Technology
 01 Jun 20, 11:58 AM
 903           
 0
 01 Jun 20, 11:58 AM

ফাইভ-জি পণ্যের জন্য সনদ পেল টেক জায়ান্ট হুয়াওয়ে॥  

ফাইভ-জি পণ্যের জন্য সনদ পেল টেক জায়ান্ট হুয়াওয়ে॥   

প্রযুক্তি ডেস্কঃ ফাইভ-জি পণ্যের জন্য বিশ্বের প্রথম কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ফোরপ্লাস সনদ পেয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ের ফাইভ-জি বেজ স্টেশন এবং ফাইভ-জি ওয়্যারলেস পণ্যগুলো যে নিরাপত্তার দিক দিয়ে বিশ্ব মানসম্পন্ন সে বিষয়টির স্বীকৃতি হিসেবেই এই সনদ দেয়া হয়েছে । স্পেনের সনদ প্রদানকারী কর্তৃপক্ষ সিসিএন (সেন্ট্রো ক্রিপ্টোলজিকো ন্যাশনাল) গত ২০ মে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে ৫৯০০ সিরিজ ফাইভ-জি জিনোডবি সফটওয়্যারকে এ স্বীকৃতি প্রদান করে।


স্পেনের আইটি সিকিউরিটি ইভালুয়েশন ও সার্টিফিকেশন স্কিমের শর্তসমূহ মেনেই মূল্যায়ন প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছে। মূল্যায়ন কারিগরি প্রতিবেদনে ধারাবাহিক মূল্যায়নের সিদ্ধান্তগুলো প্রাসঙ্গিক প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে জানায় সিসিএন । নিরাপত্তা সনদের ক্ষেত্রে সিসি সনদ বিশ্বব্যাপী সুপরিচিত ও স্বীকৃত। এর সাতটি স্তর রয়েছে। ইএএলফোরপ্লাস কিংবা পরের স্তরের জন্য সোর্স কোড পরীক্ষা ও যথার্থতা যাচাই করা প্রয়োজন। ইএএলফোর হলো ‘সর্বোচ্চ স্তর যেখানে ব্যয় কমিয়ে বিদ্যমান পণ্যে নতুন সরঞ্জামাদি সংযোজন করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন