News71.com
 Technology
 22 Apr 20, 10:47 AM
 837           
 0
 22 Apr 20, 10:47 AM

ভিডিও কলে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে সেবাঘর অ্যাপ॥

ভিডিও কলে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে সেবাঘর অ্যাপ॥

প্রযুক্তি ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের ভয়ে হাসপাতাল ও চেম্বারে ডাক্তাররা সরাসরি রোগী দেখতে অনীহা প্রকাশ করছেন। এতে বিপাকে পড়ছেন করোনা আক্রান্ত নন এমন রোগীরা। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় এসব রোগীদের ঘরে বসেই চিকিৎসার সুযোগ দিচ্ছে সেবাঘর (sebaghar) মোবাইল অ্যাপ। এ অ্যাপ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীরা ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলে পরামর্শ ও ব্যবস্থাপত্র নিতে পারবেন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ দুই শতাধিক ডাক্তার প্রস্তুত রয়েছেন অ্যাপটির মাধ্যমে রোগীদের সেবা দিতে।অ্যাপটির মাধ্যমে বিনা মূল্যে এবং ফি-সহ উভয়ভাবেই ডাক্তাররা সেবা দেবেন।

সেবাঘর অ্যাপ এর নির্মাতা প্রতিষ্ঠান বিডিটাস্ক লিমিটেড জানায়, তারা ১০ এপ্রিল অ্যাপটি বাজারে ছেড়েছে। এখন পর্যন্ত সাত শ’র বেশি ডাক্তার সেবাঘরের সঙ্গে যুক্ত হয়েছেন। ডাক্তারদের এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। অ্যাপটির ব্যবহার পদ্ধতি সম্পর্কে তারা জানায়, সেবাঘরের মাধ্যমে রোগীরা দেশের যে কোনো স্থান থেকে তাদের প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে লাইভ ভিডিও কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। ডাক্তারের সঙ্গে কথা বলে পরামর্শ ও ব্যবস্থাপত্র নিতে পারবেন। ব্যবস্থাপত্রটি অ্যাপের প্রেসক্রিপশন অপশনে পাওয়া যাবে। এছাড়া অ্যাপে রোগীর আগের মেডিকেল হিস্ট্রি সংরক্ষণ থাকবে, যা দেখে রোগীর সঠিক সেবা দিতে সহজ হবে। তবে সবার আগে রোগীকে অবশ্যই অ্যাপটির মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। ডাক্তার তার শিডিউল করে দেওয়া নির্দিষ্ট সময় অনুযায়ী রোগীর সঙ্গে লাইভে যুক্ত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন