News71.com
 Technology
 14 Aug 19, 11:57 AM
 753           
 0
 14 Aug 19, 11:57 AM

এখন থেকে সৌরশক্তিতেই চলবে শাওমি স্মার্টফোন॥

এখন থেকে সৌরশক্তিতেই চলবে শাওমি স্মার্টফোন॥

 

প্রযুক্তি ডেস্কঃ বিদ্যুৎ নয় এখন থেকে সৌরশক্তিতে চলবে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাক কভারের সোলার প্যানেলের সাহায্যেই চার্জ হবে ব্যাটারি। এমনই অভিনব স্মার্টফোন বানাচ্ছে চীনা সংস্থা Xiaomi। ইতিমধ্যে প্রাথমিক ডিজাইনের কাজ সেরে ফেলেছে সংস্থা। গত বছর জুলাই মাসে এই প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন করে Xiaomi। সম্প্রতি প্রযুক্তিটির পেটেন্ট হাতে পায় সংস্থা। এর পরেই ফোনটির ডিজাইনের বিষয়ে কাজ শুরু করে দিয়েছে সংস্থার প্রযুক্তিবিদরা।

 

গেজেট ওয়েবসাইট LetsGoDigital-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Xiaomi-এর এই স্মার্টফোনের পেছনের অংশ জুড়ে থাকবে সোলার প্যানেল। কেবল মাত্র ডুয়াল ক্যামেরা থাকার জন্য ছাড়া হয়েছে উপরের অংশ। এ টুকু বাদ দিলে ফোনটির বাকি ফিচারগুলি যে কোনও বাজারচলতি স্মার্টফোনের মতোই। ফোনটির সামনের অংশে থাকবে বেজেল-হীন ডিসপ্লে। থাকছে না কোনও নচও। অর্থাত্ পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে এই ফোনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন