প্রযুক্তি ডেস্কঃ যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য সুখবর নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডার ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং নামের একটি প্রযুক্তি। ভিডিও মুডের মাধ্যমে সেলফি দিয়ে সহজ উপায়ে রক্তচাপ মাপার পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছেন তারা। এ পদ্ধতিতে স্মার্টফোনের মাধ্যমেই ধারণ করা মুখের ভিডিওতে রক্তের প্রবাহ শনাক্ত করে রক্তচাপ বের করা যাবে।
ত্বকের বাইরে স্তরে অ্যামবিয়েন্ট লাইটের সাহায্যে স্মার্টফোনের অপটিক্যাল সেন্সর রক্তপ্রবাহের ধরন বুঝতে পারে। এতে ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং মডেলে রক্তচাপ অনুমান করা যায় বলে জানান মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক রামকৃষ্ণ মুক্কামালা।গবেষকেরা কাফভিত্তিক রক্তচাপের ফলাফলের সঙ্গে ভিডিও সেলফির রক্তচাপের তুলনা করেন। গবেষকেরা বলেন, ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিক ডায়াস্টোলিক রক্তচাপ ও পালস প্রেশার ৯৬ শতাংশ সঠিক তথ্য পেয়েছেন তাঁরা।