News71.com
 Technology
 07 Aug 19, 11:02 PM
 747           
 0
 07 Aug 19, 11:02 PM

বাজারে আসছে শাওমি ব্র্যান্ডের ১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন॥

বাজারে আসছে শাওমি ব্র্যান্ডের ১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন॥

প্রযুক্তি ডেস্কঃ শাওমি ব্র্যান্ডের জন্য ২০১৯ সাল অত্যন্ত সফল বলেই মানতে হবে। চলতি বছরে একের পর এক নতুন ও ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে চীনা এই সংস্থা। অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে আরও চমক দিতে চলেছে শাওমি।বছরের শেষের দিকে ১০০ মেগাপিক্সেলের Mi ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হবে। লঞ্চ সংক্রান্ত স্পষ্ট সময় জানানো না হলেও, ১০৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL সেন্সর ব্যবহার করা হয়েছে।এছাড়াও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ফোনের লঞ্চ নিশ্চিত ভাবে জানিয়েছে শাওমি। এই স্মার্টফোনেও থাকবে Samsung ISOCELL ব্রাইট GW1 সেন্সর। শাওমি'র প্রেস বিবৃতি অনুযায়ী, 'যে কোনো জায়গায় উজ্জ্বল ছবির জন্য জরুরি ISOCELL সেন্সর। এছাড়াও এতে থাকতে 3D HDR প্রযুক্তি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন