News71.com
 Technology
 01 Aug 19, 07:55 PM
 779           
 0
 01 Aug 19, 07:55 PM

বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ থিঙ্কটিনি

বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ থিঙ্কটিনি

প্রযুক্তি ডেস্কঃ বিশাল আকারের কম্পিউটারের ক্ষুদ্র ভার্সন অনেক আগেই মানুষের হাতে এসেছে। সেই ল্যাপটপেরও ছোট আকার দিনকে দিন বাজারে আসছে। যেগুলো অনায়াসেই বহন করে নিয়ে যাওয়া যায় বিভিন্নখানে। তবে এবার বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ তৈরি করা হয়েছে, যেটা পেনড্রাইভের চেয়ে সামান্য বড় আকারের। থিঙ্কটিনি নামের ক্ষুদ্র ওই ল্যাপটপ হাতের তালুতে রাখা সম্ভব। জানা গেছে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ওই ল্যাপটপের ডিজািইন করেছেন পল ক্লিঞ্জার। টিনি১৬১৪ মাউক্রোকন্ট্রোলার দ্বারা ল্যাপটপটি নিয়ন্ত্রিত। ওই ল্যাপটপে স্নেক, টেট্রিও ও লুনার লেন্ডার গেম ইনস্টল করা আছে। অনায়াসে তাতে গেম খেলা যায়।ওই ল্যাপটপে ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া অন্যান্য হার্ডওয়্যারও লাগানো আছে। ল্যাপটপটির ওএলএইডি স্ক্রিন দশমিক ৯৬ ইঞ্চি। পল ক্লিঞ্জার ওই ল্যাপটপটি বিক্রি করতে চান না। আরো নতুন বিষয়াদি তাতে যোগ করে সমৃদ্ধ করতে চান। ভবিষ্যতে এর উন্নয়ন সাধন করে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন