News71.com
 Technology
 22 Jul 19, 12:05 PM
 672           
 0
 22 Jul 19, 12:05 PM

ফেসঅ্যাপের সাহায্যে ১৮ বছর পর হারানো সন্তান ফিরে পেল এক চীনা পরিবার॥

ফেসঅ্যাপের সাহায্যে ১৮ বছর পর হারানো সন্তান ফিরে পেল এক চীনা পরিবার॥

প্রযুক্তি ডেস্কঃ রাশিয়ায় ২০১৭ সালে তৈরি করা ফেসঅ্যাপ ফিল্টারটি এখনো সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এই অ্যাপের আদলে এআই প্রযুক্তি তৈরি করেছে চীন। আর এটি ব্যবহার করেই ১৮ বছর পর নিজের সন্তানকে খুঁজে পেয়েছেন এক পরিবার। শিশু বয়সে নিখোঁজ হওয়া ২১ বছরের সেই চীনা যুবকের নাম শাই ইউ ওয়েফেং। ২০০১ সালে অপহরণ করা হয়েছিল শাই ইউ ওয়েফেংকে। তারপর থেকে হাজার চেষ্টা করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। যদিও পুলিশ হাল ছাড়েনি। সম্প্রতি ওই যুবকের ছবিই মর্ফ করে পোস্ট করে পুলিশ। সেটি দেখেই হারানো ছেলেকে চিনতে পারেন আত্মীয়-পরিজনরা। পুলিশ জানায়, অভিভাবকদের সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে শাইয়ের। ১৮ বছর পর পরিবারের হাত ধরে তার বাড়ি ফিরেছে শাই ইউ ওয়েফেং। একটি শিশুকে ১৮ বছর পর কেমন দেখতে হতে পারে, পুলিশ তা দেখারই চেষ্টা করেছিল এই প্রযুক্তি মাধ্যমে। তখনই হদিশ মেলে শাইয়ের। বহু মানুষের ভিড় থেকে স্ক্যান করে তার চেহারা খুঁজে বের করা হয়। পুলিশ জানায়, শাই প্রথমে বিশ্বাসই করতে চাননি যে ছোটবেলায় তাকে অপহরণ করা হয়েছিল। আর শাইকে ফিরে পাওয়া পরিবারের কাছে মিরাকলের মতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন