News71.com
 Technology
 27 Jun 19, 10:59 AM
 717           
 0
 27 Jun 19, 10:59 AM

বাজারে আসছে দ্বিপর্দা বিশিষ্ট মাইক্রোসফট ট্যাবলেট॥

বাজারে আসছে দ্বিপর্দা বিশিষ্ট মাইক্রোসফট ট্যাবলেট॥

প্রযুক্তি ডেস্কঃ আগামী বছরের শুরুতে বাজারে আসতে পারে দুই স্ক্রিন সম্বলিত মাইক্রোসফটের সারফেস ডিভাইস। এই ডিভাইসটিতে থাকবে ৯ইঞ্চি মাপের ২টি স্ক্রিন। ২০২০ এর শুরুতেই আসছে এই ডিভাইসটি, এমনটি জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস।মাইক্রোসফটের এই ডিভাসটির বাড়তি সুবিধা হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড অ্যাপিকেশন ব্যব‌হারের সুবিধা। উইন্ডোজ কোর অপারেটিং সিস্টেমে চলবে সম্পূর্ন নতুন ধাঁচের এই ডিভাইসটি। নতুন এই কোর অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজের হালকা সংস্করণ। ইন্টেলের প্রসেসরের সাথে এই ডিভাইসটি দিয়ে আপনি ৫জি প্রযুক্তিও ব্যাবহার করতে পারবেন। 

মাইক্রোসফটের মত একটি প্রতিষ্ঠানের ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যব‌হারের সুবিধা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে। কারন সচরাচর মাইক্রোসফট তাদের ডিভাইসগুলোতে অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজকেই বেশী প্রাধান্য দিয়ে আসছিলো। তবে অ্যান্ড্রয়েড অ্যাপসের সুবিধা যুক্ত হলে মাইক্রোসফটের এই ডিভাইস খুব দ্রুতই বিশ্ববাজারে যথেষ্ট সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। উলেখ্য, এবছরের অক্টোবরেই নিউ ইয়র্ক সিটিতে এই ডিভাইসটি সম্বন্ধে অফিসিয়ালি জানাতে পারে মাইক্রোসফট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন