News71.com
 Technology
 24 Jun 19, 11:15 AM
 629           
 0
 24 Jun 19, 11:15 AM

হোয়াটসঅ্যাপের মেসেজ সংরক্ষণ অপশন ।।

হোয়াটসঅ্যাপের মেসেজ সংরক্ষণ অপশন ।।

প্রযুক্তি ডেস্কঃ স্মার্টফোনের মেসেজ আদান-প্রদান কিংবা চ্যাটিংয়ের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ফেসবুক মালিকানাধীন প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।প্রতিদিন গড়ে প্রায় ৬৫ বিলিয়ন মেসেজ আদান-প্রদান হয় এ অ্যাপ ব্যবহার করে। আর এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।অনেক মেসেজের ভিড়ে বিভিন্ন সময় হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে বসেন অনেক ব্যবহারকারী। স্টার মেসেজ অপশন ব্যবহার করে মেসেজ সেভ করে রাখার মাধ্যমে এ ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।যে মেসেজটি আলাদাভাবে সংরক্ষণ করতে চান, সেটির ওপর কিছুক্ষণ ট্যাপ করে রাখলে কিছু অপশন আসবে। সেখান থেকে স্টার আইকনে ক্লিক করতে হবে। স্টার মার্ক করা সব মেসেজ একত্রে সংরক্ষিত হয়।

সেগুলো পরবর্তী সময়ে দেখতে চাইলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ‘More Options’ থেকে ‘Starred messages’ অপশনে যেতে হবে। আর আইওএসে এ পদ্ধতি কিছুটা আলাদা।আইওএসের ক্ষেত্রে চ্যাট ওপেন করে নামের ওপর ক্লিক করলে স্টারড মেসেজ নামে অপশন আসবে। সেটিতে ক্লিক করলে স্টারড মেসেজ দেখা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন