News71.com
 Technology
 12 Jun 19, 08:59 AM
 687           
 0
 12 Jun 19, 08:59 AM

মার্কিন কোম্পানিগুলোকে পাল্টা হুমকি দিলো চীন॥

মার্কিন কোম্পানিগুলোকে পাল্টা হুমকি দিলো চীন॥

 

প্রযুক্তি ডেস্কঃ নিউইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহোযোগিতাকারী প্রযুক্তি কোম্পানিগুলোকে "মারাত্মক পরিনতির" ব্যাপারে সতর্ক করে দিয়েছে চাইনিজ সরকার। একইসাথে তাদেরকে "অনাস্থাভাজন সংস্থা" হিসেবে ব্ল্যাকলিস্টেড করার হুমকিও প্রদান করেছে চীন। এই সপ্তাহের শুরুর দিকে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, বানিজ্য মন্ত্রণালয় এবং শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সদস্যদের দ্বারা অনুষ্ঠিত টানা কয়েকটি সভায় চীনে প্রথম সারির রপ্তানিকারক কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সতর্কবার্তাগুলি দেয়া হয়। উক্ত সভায় বিশ্বের বেশ কিছু প্রথম সারির সেমিকন্ডাক্টর সংস্থা ও জায়ান্ট টেক সংস্থা অন্তর্ভুক্ত ছিলো। কর্মকর্তারা মার্কিন সংস্থাগুলিকে তাদের প্রোডাকশন লাইন অন্য দেশে স্থানান্তরিত করার ব্যাপারে সতর্ক করে দেয়, যেন তারা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে। অন্যথায় তাদেরকে চীনের সাথে বানিজ্যে পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে। অ-মার্কিন সংস্থাগুলিকে এই হুমকির আওতা মুক্ত হিসেবেই বলা হয়েছে। অবশ্য নিউইয়র্ক টাইমস বলেছে যে, মার্কিন সংস্থাগুলি আইন ভঙ্গকারী কোনো বিষয়ে নিজেদেরকে জড়াবেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন