প্রযুক্তি ডেস্কঃ অপো চেষ্টা করছে ফোনের ডিসপ্লের ভেতরেই ফ্রন্ট ক্যামেরা সংযুক্ত করে দিতে। চীনের স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের গবেষনার বিষয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় একটি স্মার্টফোনের সম্মুখভাগের পুরোটাই স্ক্রিন হিসাবে কাজ করছে কিন্তু যখনই ফ্রন্ট ক্যামেরা অন করা হল তখনি স্ক্রিনের একটি গোল অংশ ক্যামেরা হিসেবে কাজ করছে।
ফোনের ডিসপ্লেতে যেসব ফিংগারপ্রিন্ট সেন্সর ব্যাবহার করা হয় সেগুলোতে একপ্রকার ক্যামেরাই থাকে যা আমাদের আঙ্গুলের ছবি তুলে এবং মিলিয়ে দেখে। ভিডিও দেখে ধারনা করা হচ্ছে, অপো এভাবেই ডিসপ্লে ফিংগারপ্রিন্টের ক্যামেরার তুলনায় আরো ভালো রেজুলিউশনের ক্যামেরা এখানে ব্যাবহার করেছে। এ বছরই যদি অপো এমন একটি ফোন নিয়ে আসে যার ফ্রন্ট ক্যামেরা ফোনের স্ক্রিনের নীচে লুকানো থাকবে, তবে অবাক হওয়ার কিছু থাকবেনা।