News71.com
 Technology
 19 May 19, 02:08 PM
 560           
 0
 19 May 19, 02:08 PM

চীন থেকে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি ॥

চীন থেকে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি ॥

প্রযুক্তি ডেস্কঃ চীনের বড় দুটি ই-কমার্স সাইটে মোবাইল ফোন বিক্রি করছে না এইচটিসি। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, চীনের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের তীব্র প্রতিযোগিতার বাজারে কঠিন সময় পার করছে এইচটিসি। গত বছরে সবচেয়ে কম আয় করেছে তারা। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ই-কমার্স ওয়েবসাইট জিংডং ও টিমলেতে ফোন বিক্রি বন্ধের বিষয়টি স্বীকার করেছে এইচটিসি। তবে রিটেইল শপগুলোতে ফোন বিক্রি চালিয়ে যাচ্ছে। তবে নতুন মডেলের জোগান নেই। এমনকি পুরোনো ফোনের সরবরাহ কমেছে। গত বছর জুনের পর ভারতের বাজারেও তারা নতুন কোনো ফোন ছাড়েনি। এমনকি যুক্তরাষ্ট্রেও তারা খুব সীমিত আকারে বাজার দখল করতে পেরেছে।গুগল গত বছরে এইচটিসির পিক্সেল টিমকে ১১০ কোটি মার্কিন ডলারে অধিগ্রহণ করে। ওই চুক্তি অনুযায়ী, এইচটিসির পিক্সেল টিমের প্রকৌশলীরা এখন গুগলের হয়ে কাজ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন