News71.com
 Technology
 17 Apr 16, 07:52 AM
 1019           
 0
 17 Apr 16, 07:52 AM

নয়া অ্যাপ ঠিক করবে আপনার মুড ।।

নয়া অ্যাপ ঠিক করবে আপনার মুড ।।

নিউজ ডেস্ক : আধুনিক যুগে মানুষ যখন জীবনযাত্রার বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাজেটের উপর নির্ভর করেন তখন তাদের শারীরিক, মানসিক সমস্যার অবসান যদি যন্ত্র নাই ঘটাতে পারে তবে আর এত গ্যাজেট স্যাভি হওয়ার লাভটা কী বলতে পারেন?

সেই কারণেই বোধহয় আজকের গ্যাজেটকে মানুষের ব্যক্তিজীবনে প্রভাব বিস্তারের পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের চেষ্টায় ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছেন গবেষকরা।

সম্প্রতি এমন এক গ্যাজেটের খোঁজ দিচ্ছেন গবেষকরা যা মানুষের মানসিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। খারাপ চিন্তা থেকে তাদের মুক্ত করে তাদের মনে শান্তি নিয়ে আসবে এই গ্যাজেট।

ব্রেন সায়েন্টিস্টরা জানাচ্ছেন, এই নয়া গ্যাজেট যে কোনও ব্যক্তির অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাদের দুঃখ, আনন্দ, উত্তেজনা সবই নিয়ন্ত্রণ করতে পারবে এই গ্যাজেট, এমনটাই দাবি করেছেন আরিয়ানা চ্যা।

গবেষকরা জানাচ্ছেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মানসিক স্থিতি ফিরিয়ে আনতে যেমন ইলেকট্রিক শক দেওয়া হয়, ঠিক তেমন শকই নাকি দেওয়া হবে মুড ভাল করতে। তবে অসুখ সারানোর জন্য ঠিক যতটা জোড়াল শক দেওয়া হয়, এক্ষেত্রে ব্যাপারটা তেমন হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন