News71.com
 Sports
 01 Jul 22, 01:30 PM
 1332           
 0
 01 Jul 22, 01:30 PM

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নাদাল।।

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নাদাল।।

স্পোর্টস ডেস্কঃ ফরাসি ওপেন জেতার পর রাফায়েল নাদালের চোখ উইম্বলডনের দিকে। সেই লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন স্প্যানিশ এই টেনিস তারকা। বৃহস্পতিবার (৩০ জুন) লিথুয়ানিয়ার রিকার্দাস বেরাংকিসকে হারিয়ে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।

বেরাংকিসের বিপক্ষে কোর্টে নেমে জয় তুলে নিতে অবশ্য বেশ ভালো লড়াই করতে হয় রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালকে। প্রথম ও দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে সহজে জিতে নিলেও তৃতীয় সেটে গিয়ে হোঁচট খেতে হয় স্প্যানিশ এই খেলোয়াড়কে। ৬-৪ ব্যবধানে সেই সেট হারার পর চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান তিনি; জেতেন ৬-৩ ব্যবধানে।  আগামীকাল শনিবার (২ জুলাই) তৃতীয় রাউন্ডে ইতালির লরেঞ্জো সনেগোর মুখোমুখি হবেন নাদাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন