News71.com
 Sports
 27 May 22, 11:56 AM
 1009           
 0
 27 May 22, 11:56 AM

সেঞ্চুরি নয়, ৩ ঘণ্টা ব্যাটিং করা জরুরি।। সাকিব

সেঞ্চুরি নয়, ৩ ঘণ্টা ব্যাটিং করা জরুরি।। সাকিব

স্পোর্টস ডেস্কঃ ৩৪ রানে নেই ৪ উইকেট। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ১০৭ রানে। মুশফিকুর রহিম ১৬ বলে ১৪ ও লিটন দাস ১১ বলে ১ রান করে অপরাজিত আছেন। হারের শঙ্কা নিয়েই ঢাকা টেস্টের শেষদিনে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কান ইনিংসে ৪ বছর পর পাঁচ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ফাইফার পেয়েছিলেন তিনি। সেঞ্চুরির অপেক্ষাটা আরও লম্বা। ২০১৭ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। এখন আবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই ম্যাচ। সেঞ্চুরি করার জন্য বেশ ভালো উপলক্ষ।  সাকিব অবশ্য বলছেন, ম্যাচের এই পরিস্থিতিতে সেঞ্চুরির চেয়েও বেশি সময় ব্যাট করা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘এখন দলের যে পরিস্থিতি, সেঞ্চুরির চেয়ে ৩ ঘণ্টা যদি ব্যাটিং করতে পারি... মুশফিক-লিটন যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এবং আমি তারপর ৩ ঘণ্টা ব্যাট করতে পারি, এটা সেঞ্চুরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে।’ ‘লাঞ্চের আগে ১ উইকেটের বেশি পড়ে গেলেই আমরা খুব বাজে অবস্থায় থাকব।

 যখন দুই ব্যাটার সেট হয়ে যাবে, তাদের আউট করা কঠিন। পেসাররা বড়জোর ৫-১০ ওভারের স্পেল করতে পারবে। এই গরমে ওরা কতক্ষণ বল করতে পারবে? লাঞ্চের আগে সর্বোচ্চ ২০ ওভার করতে পারবে। এই হুমকি সামলাতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। বল পুরনো হয়ে যাবে, বোলার ক্লান্ত হয়ে যাবে, ব্যাটার সেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন