News71.com
 Sports
 04 Mar 22, 11:45 AM
 197           
 0
 04 Mar 22, 11:45 AM

চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক রড মার্শ॥  

চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক রড মার্শ॥   

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৪ মার্চ) কুইন্সল্যান্ডের অ্যাডিলেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৭৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই সাবেক উইকেটকিপার গত সপ্তাহে কুইন্সল্যান্ডে একটি চ্যারিটি ম্যাচে অংশগ্রহণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করা মার্শের দখলে রয়েছে ৩৫৫টি স্ট্যাম্পিং করার বিশ্বরেকর্ড। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ৯২টি ওয়ানডে ম্যাচও। ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে নির্বাচক কমিটির প্রধানের দায়িত্বেও ছিলেন মার্শ। দেশের হয়ে ৩ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরিতে ৯৬ টেস্টে মার্শের সংগ্রহ ৩,৬৩৩ রান। ওয়ানডেতে সর্বামোট ৯২ ম্যাচ খেলে মার্শের ব্যাট থেকে আসে ১২২৫ রান। ২০০৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে নাম অন্তর্ভুক্ত হয় মার্শের। ২০০৯ সালে নাম এই কিংবদন্তি নাম লেখান আইসিসির হল অব ফেমেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন