News71.com
 Sports
 25 Feb 22, 06:25 PM
 180           
 0
 25 Feb 22, 06:25 PM

আমার দেশকে কেউ কেড়ে নিতে পারবে না।। ইউক্রেনের অধিনায়ক

আমার দেশকে কেউ কেড়ে নিতে পারবে না।। ইউক্রেনের অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। এরইমধ্যে ইউক্রেনের কয়েকশ সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশ্বের বহু দেশ ইউক্রেনীয়দের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। কিন্তু এমন কঠিন মুহূর্তেও হাল ছাড়তে নারাজ দেশটির বহু মানুষ। এর মধ্যে ক্রীড়াবিদরাও আছেন।

বৃহস্পতিবার সকাল ছয়টার কিছু আগে টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেন। ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যেই হতাহতের খবর আসতে শুরু করেছে। এ অবস্থায় ইউক্রেনের ক্রীড়াক্ষেত্রে কিংবদন্তির আসনে বসা বেশ কয়েকজন ক্রীড়াবিদ রাশিয়ার আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন। তারা কিছুতেই নিজেদের মাতৃভূমিকে রাশিয়ার 'দখলে যেতে দেওয়া হবে না' বলে হুশিয়ারি দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন ভ্লাদিমির ক্লিটসকো। ইউক্রেনের এই কিংবদন্তি বক্সার চলতি মাসেই নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। রাশিয়ার হামলা শুরুর পর টুইটারে দুইবারের এই হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন লিখেছেন, 'জেনে রাখুন, ইউক্রেন শক্তিশালী। আমাদের শক্তিশালী রাজধানী কিয়েভ রয়েছে, শক্তিশালী শহর, গ্রাম এবং শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি রয়েছে; যাদের কাছে ইউরোপের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের অস্তিত্ব অসীম। ইউক্রেনের জয় হোক!'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন