News71.com
 Sports
 25 Dec 21, 09:05 PM
 231           
 0
 25 Dec 21, 09:05 PM

ইমরুলকে পারফর্ম করে দলে আসতে হবে॥ বিসিবি সভাপতি পাপন

ইমরুলকে পারফর্ম করে দলে আসতে হবে॥ বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দিন থেকেই ইমরুল কায়েসকে জাতীয় দলে নেওয়ার জোর দাবি জানাচ্ছেন সমর্থকদের একাংশ। এমনকি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও তাকে ফেরানোর কথা বলেছেন। কিন্তু কিছুতেই যেন নির্বাচকদের নজরে পড়ছেন না এই বাঁহাতি ব্যাটার। তবে একটা উপায় বাতলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই উপায় হলো নিয়মিত পারফর্ম করা। শুক্রবার বোর্ডের সভা শেষে ইমরুলের ফেরা নিয়ে প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে ইমরুলকে। ভালো পারফর্ম করলে যেকোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা।

ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শুক্রবার বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এ কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনো বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক (তামিম) চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি, যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন