News71.com
 Sports
 23 Jun 21, 10:50 PM
 322           
 0
 23 Jun 21, 10:50 PM

ক্রিকেট॥ জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল ঘোষণা  

ক্রিকেট॥ জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল ঘোষণা   

স্পোর্টস ডেস্কঃ আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজের জন্য তিন ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণ মিলিয়ে একমাত্র নতুন মুখ শামীম হোসেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ তারকা টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সে করে সব সংস্করণেই ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন যথাক্রমে টেস্ট ও ওয়ানডেতে। টি–টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। এই সফরে মোস্তাফিজ আছেন শুধু সীমিত ওভারের সিরিজে। টি–টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।  তবে ওয়ানডে দল থেকে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে।

এই সফরে রয়েছে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে স্পোর্টস ক্লাব মাঠে। করোনা ভাইরাসের কারণে এই সিরিজও হবে জৈব-সুরক্ষা বলয়ে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে না। আগামী ২৮ জুন রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। তবে সফরটিতে কোয়ারেন্টিন থাকছে মাত্র এক দিনের। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই থেকে। যেখানে ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন