News71.com
 Sports
 20 Sep 20, 08:01 PM
 436           
 0
 20 Sep 20, 08:01 PM

আগের ইশতেহারের অনেকটাই বাস্তবায়ন হয়েছে॥ কাজী সালাউদ্দিন

আগের ইশতেহারের অনেকটাই বাস্তবায়ন হয়েছে॥ কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্কঃ ঘোষণা করা হয়েছে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার। জাতীয় দলের পাশাপাশি প্রাধান্য দেয়া হয়েছে ঘরোয়া ফুটবল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প। ইশতেহার নিয়ে সালাউদ্দিন বলেন, এর সঠিক বাস্তবায়নে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে দেশের ফুটবল। আগের নির্বাচনী ইশতেহারেরও অনেকাংশে বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন কাজী সালাউদ্দিন।নির্বাচনী ইশতেহার নিয়ে এক মঞ্চে ফুটবলের কর্তাব্যক্তিরা। ভোট যুদ্ধে জয়ী হলে আগামী চার বছরের জন্য আবারো ফুটবলের অভিভাবকত্ব যাবে সালাউদ্দিন-সালাম প্যানেলের কাঁধে। এমন গুরুদায়িত্বে তারা কতটা প্রস্তুত তারই ফিরিস্তি চার পৃষ্ঠার কাগজে।কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ইশতেহারে এবার ৩৬ পয়েন্ট। সবার উপরে জাতীয় দল। তাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিশ্রুতি। গুরুত্ব দেয়া হয়েছে তলানিতে থাকা র‌্যাঙ্কিং'র উন্নয়নসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন