News71.com
 Sports
 09 Aug 20, 08:25 PM
 492           
 0
 09 Aug 20, 08:25 PM

ফুটবলারদের বিভ্রান্তিকর রিপোর্টে বিপাকে বাফুফে অনাস্থা বিশেষজ্ঞদের॥

ফুটবলারদের বিভ্রান্তিকর রিপোর্টে বিপাকে বাফুফে অনাস্থা বিশেষজ্ঞদের॥

স্পোর্টস ডেস্কঃ দেশের হাসপাতালগুলোর কোভিড টেস্টের ফলাফল নিয়ে লেজেগোবরে অবস্থা ফুটবলার ও ফেডারেশনের। দেশের বিভিন্ন হাসপাতালের দেয়া রিপোর্টের সাথে বঙ্গবন্ধু মেডিকেলের রিপোর্টের কোন মিল নাই। সাবেক ফুটবলারদের মতে, ফেডারেশনের দূরদর্শিতার অভাবে চরম ভোগান্তির শিকার খেলোয়াড়রা। বাফুফে বলছে, বিভ্রান্তিকর রিপোর্টে ক্যাম্প নিয়ে বিপাকে তারা। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় পর্যায়ের কোভিড টেস্ট নিয়েই প্রশ্ন তুলেছেন।কোভিড পরিস্থিতিতে দেশের খোঁড়া চিকিৎসা ব্যবস্থার শিকার ফুটবলার ও ফুটবল ফেডারেশন।বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্পে ফুটবলারদের আসার আগে স্থানীয়ভাবে কোভিড টেস্ট করিয়ে আসার নির্দেশনা দিয়েছিল বাফুফে। তাই নিয়ম মেনেই আনোয়ার খান মডার্ন, এভারকেয়ার, স্কয়ার, কক্সবাজার জেলা হাসপাতালসহ, চট্টগ্রামে টেস্ট করায় ফুটবলাররা। যেখানে কোভিড নেগেটিভ আসে বিশ্বনাথ বাদে সব ফুটবলারের। সাবেক ফুটবলার শেখ আসলামের মতে, বাফুফের দূরদর্শিতার অভাবে এমন বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে খেলোয়াড়দের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন