News71.com
 Sports
 09 Aug 20, 08:20 PM
 500           
 0
 09 Aug 20, 08:20 PM

ফুটবল॥ চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ

ফুটবল॥ চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্কঃ লেওয়ানদোস্কির জোড়া গোলে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ। রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় পর্বে ব্লুদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে শীর্ষ আটে পা রাখলো বাভারিয়ানরা। রাউন্ড অব সিক্সটিনের আগের লেগের কথা হয়তো বেশ ভালোভাবেই মনে আছে চেলসির। যেখানে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে ধরাশায়ী হতে হয়েছিলো ব্লুদের। এবার বাভারিয়ানদের মাঠে তাই বাঁচা মরার লড়াই ল্যাম্পার্ড শিষ্যদের। সে লক্ষ্যেই জয় পেতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নামে চেলসি।

এদিকে, স্বাগতিক বায়ার্ন যে ছেড়ে কথা বলবে না তা মোটামুটি নিশ্চিতই ছিলো। হয়েছেও তাই। ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন দলের নির্ভরযোগ্য ফুটবলার লেওয়ানদোস্কি। তাকে ডিবক্সে ফাউল করেন চেলসি গোলরক্ষক উইলি।ম্যাচের ২৪ মিনিটে লেওয়ানদোস্কির বাড়ানো বলেই গোল করেন পেরিসিচ। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২-০।এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবধান কমায় চেলসি। বায়ার্ন গোলরক্ষকের ভুলের কারণে গোলের দেখা পায় ব্লুরা। অতিথিদের হয়ে সেই গোল করেন আব্রাহাম। দ্বিতীয়ার্ধ্বে ফিরে বেশ কিছু সময় ম্যাচের স্কোর থাকে ২-১। সেটাকে ৭৬ মিনিটে বাড়িয়ে নেন তোলিসো। এবারো সহায়তায় অবদান রাখেন সেই লেওয়ানদোস্কিই।এরপর ম্যাচের ৮৩ মিনিটে আর সহায়তা নয়, নিজেই গোল করেন লেওয়ানদোস্কি। জোড়া গোল পূরণের পাশাপাশি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ গোল করেন এই পোলিশ তারকা। পরের সময়টুকুতে আর গোল পায়নি কেউই। ফলে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে বাভারিয়ানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন