News71.com
 Sports
 09 Aug 20, 08:19 PM
 474           
 0
 09 Aug 20, 08:19 PM

ক্রিকেট॥ ওকস-বাটলারের ব্যাটে জয় পেল ইংল্যান্ড

ক্রিকেট॥ ওকস-বাটলারের ব্যাটে জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ দারুণ রোমাঞ্চ ছড়িয়ে ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে গেছে তারা। ওল্ড ট্রাফোর্ডে সফরকারীদের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অলরাউন্ডার ক্রিস ওকসের অপরাজিত ৮৪ রানের ইনিংসের সুবাদে এক দিন হাতে রেখেই দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় জো রুটের দল। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১১৭ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। জয়ের পাল্লা তখনো সমান সমান। তবে ষষ্ঠ উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের বড় জুটি গড়েন ওকস। ১০১ বলে ৭৫ রান করে ইয়াসির শাহর বলে এলবিডব্লিউয়ের শিকার হন উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার। অবশ্য তার আগেই দলকে জয়ের বেশ কাছে নিয়ে যান তিনি।বাটলার ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি স্টুয়ার্ট ব্রড। মাত্র ৭ রান করে ইয়াসির শাহ'র বলে বিদায় নেন তিনি। তবে একপ্রান্ত আগলে সামাল দেন ওকস। ত্রাণকর্তা হিসেবে ব্যাটিং কারিশমা দেখিয়ে ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের বন্দরে। ১২০ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে জয়ের বেশে মাঠ ছাড়েন ওকস। তাঁর সঙ্গী ডম বেস অপরাজিত থাকেন শূন্য রানে।পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯৯ রান খরচায় ৪ উইকেট নেন লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং নাসিম শাহ। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ব্যাটিংয়ের শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর শান মাসুদের দৃঢ়চেতা ১৫৬ রানের ওপর ভর করে ৩২৬ রানের পুঁজি পায় সফরকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন