News71.com
 Sports
 07 Aug 20, 02:10 PM
 479           
 0
 07 Aug 20, 02:10 PM

ক্রিকেট॥সিপিএল আনুষ্ঠানিকতার আগে সুখবর

ক্রিকেট॥সিপিএল আনুষ্ঠানিকতার আগে সুখবর

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। করোনা মহামারীর কারণে সব টুর্নামেন্টের আগেই বড় দুঃশ্চিন্তা কেউ করোনা আক্রান্ত কিনা? আর তাই টুর্নামেন্ট  শুরুর আগে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে করোনা পরীক্ষা। সিপিএল আয়োজনের আগে তাই করোনার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। আর আসর শুরুর আগে সুখবরই পাওয়া গেছে।টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া কোন খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, টিম ম্যানেজমেন্ট, সংগঠকসহ মোট ১৬২ জনের করোনা পরীক্ষা করা হয়। আর এতে সবার ফলাফল নেগেটিভ আসে। এর ফলে জৈব সুরক্ষা বলয় তৈরিতে প্রস্তুত সিপিএল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুইটি ভেন্যুতে হবে পুরো টুর্নামেন্ট। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেনের কুইনস পার্ক ওভাল। তবে আসর শুরুর আগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ১৪ দিনের কোয়ারেন্টিন। তবে কোয়ারেন্টিন অবস্থায়ও যদি কেউ কারো করোনার লক্ষণ দেখা দেয় তবে তাকে আলাদা আইসোলেশনে রাখা হবে জানায় আয়োজকরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন