News71.com
 Sports
 31 May 20, 11:59 AM
 1061           
 0
 31 May 20, 11:59 AM

ফুটবল॥ ইন্টার মিলান ক্লাব ছেড়ে সেইন্ট জার্মেইতে মাওরো ইকার্দি

ফুটবল॥ ইন্টার মিলান ক্লাব ছেড়ে সেইন্ট জার্মেইতে মাওরো ইকার্দি

স্পোর্টস ডেস্কঃ ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইন্টার মিলান ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা মাওরো ইকার্দি। এর বাইরেও বোনাস হিসেবে ৭ মিলিয়ন ইউরো গুণতে হবে ফরাসি লিগ চ্যাম্পিয়নদের। এছাড়া, সার্বিয়ান ফুটবলার স্যাবিচকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে পিএসজি। এদিকে, ম্যানচেস্টার সিটি নয়, বেলজিয়ানেই থাকছেন ভিনসেন্ট কোম্পানি। বেশি পারিশ্রমিক চাওয়ায় পল পগবাকে দলে ভেড়ানোর চিন্তা বাদ দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদের। দলবদলের এসব খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।লিগগুলো আবারো শুরু হতে না হতেই জমজমাট হয়ে পড়েছে দলবদল। ক্লাবগুলো ব্যস্ত আগামী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করতে। তাই যে যার মতো করে সাজিয়ে নিচ্ছে দল।


এদিক দিয়ে অবশ্য একধাপ এগিয়ে ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দিকে দলে ভিড়িয়েছে ফরাসি জায়ান্টরা। আর এর বিনিময়ে ইন্টার মিলানকে ৫০ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে দ্যা পারশিয়ানকে। এর বাইরে বোনাস হিসেবে আরো ৭ মিলিয়ন ইউরো গুণতে হবে পিএসজিকে। গেলো বছর ইতালিয়ান ক্লাবটিতে ধারে যোগ দেয়ার পর ৩১ ম্যাচ খেলে ২০ গোল করেছেন ইকার্দি।ইকার্দি ছাড়াও আরেক ফুটবলারকে প্রায় কিনেই ফেলেছে পিএসজি। তা হলেন সার্বিয়ান ফুটবলার মিলিনকোভিচ স্যাবিচ। লাৎসিও এই ফুটবলারের জন্য পিএসজির কাছে ৭০ মিলিয়ন ইউরো হাঁকালেও, ৬০ মিলিয়নে রাজি হয়েছে ফরাসি জায়ান্টরা। আর শোনা যাচ্ছে এই মূল্যেই পার্ক দে প্রিন্সেসে ঠিকানা হতে পারে স্যাভিচের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন