News71.com
 Sports
 30 May 20, 11:15 AM
 578           
 0
 30 May 20, 11:15 AM

মেসিকে কাটিয়ে সবচেয়ে বেশি আয় টেনিস তারকা রজার ফেদেরারের॥  

মেসিকে কাটিয়ে সবচেয়ে বেশি আয় টেনিস তারকা রজার ফেদেরারের॥   

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে অ্যাথলেটদের মধ্যে ২০২০ সালে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে অবস্থান করছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। পেছনে ফেলেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে। গতকাল শুক্রবার ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে । ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা ১০৬ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছেন। এতে করে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে আয়ের দিক থেকে তিনি শীর্ষে অবস্থান করছেন। ফোর্বসের সিনিয়র এডিটর কার্ট বাডেনহাউসেন বলেন, করোনা ভাইরাসের কারণে মেসি ও রোনালদোর বেতনে কাটা পড়ায় ফেদেরারকে শীর্ষে উঠতে সাহায্য করেছে ।

গতবারের শীর্ষে থাকা মেসির অবস্থান এবার তিনে। তার এবারের আয় ১০৪ মিলিয়ন ডলার। এছাড়া এবারে সবচেয়ে বেশি আয়ের তালিকায় দুইয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আয় ১০৫ মিলিয়ন ডলার। পাশাপাশি চতুর্থ অবস্থানে রয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। আয় ৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন