News71.com
 Sports
 28 Mar 20, 11:54 AM
 635           
 0
 28 Mar 20, 11:54 AM

ফ্রান্সে করোনা আক্রান্তদের পাশে পিএসজি।।

ফ্রান্সে করোনা আক্রান্তদের পাশে পিএসজি।।

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সে করোনায় আক্রান্তদের চিকিৎসায় কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ২ লাখ ইউরো দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।করোনায় কাপছে বিশ্ব। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন প্রাণ। করোনায় আক্রান্তদের জীবনের ঝুকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এবার সে চিকিৎসকদের সাহাযার্থ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিলো প্যারিস সেন্ট জার্মেই। খেলাধুলা সবসময় আনন্দের খোরাক হয় তাই না। প্রয়োজনের তাগিদে দাঁড়ায় মানবতার সেবায়। করোনায় আক্রান্তদের সেবায় যারা নিয়োজিত সে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে ২ লাখ ইউরো দিয়েছে পিএসজি। কিন্তু কিভাবে? যেখানে বন্ধ লিগ ওয়ানসহ সবধরণের খেলাধুলা। মন থেকেই চাইলে যে সব সম্ভব। পিএসজি অনলাইনে তাদের এ মৌসুমের জার্সি বিক্রি করেছে। সেখান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে করোনায় আক্রাতদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন