sports
 24 Mar 20, 11:25 AM
 46             0

করোনার মধ্যেই নির্বাচন আয়োজনে নাছোড়বান্দা বাফুফে॥

করোনার মধ্যেই নির্বাচন আয়োজনে নাছোড়বান্দা বাফুফে॥

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্ক সত্ত্বেও বাফুফের চলমান নির্বাচন প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন সংস্থাটির সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। এছাড়া এএফসির প্রতিনিধির উপস্থিতি ছাড়া এই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মহি। এদিকে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তনে ফিফার সঙ্গে অলোচনা করার পরামর্শ সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপুর।রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। চিরচেনা এই প্রবাদটি যেন এখন বাফুফের জন্যই কার্যকর। কেননা করোনা ইস্যুতে যে একেবারেই স্রোতের বিপরীতে হাঁটতে চাইছে তারা।করোনা আতঙ্কে বিশ্ব ক্রীড়াঙ্গন যখন থমকে গেছে তখনও নির্বাচন আয়োজনের ব্যাপারে নাছোড়বান্দা দেশের ফুটবলের এই অভিভাবক সংস্থা। ২০ এপ্রিলকে সামনে রেখেই যতো তোড়জোড় বাফুফের।তবে বাফুফের এই একগুঁয়ে সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সংস্থাটির সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পিছিয়ে দেয়ার পক্ষে মত তার।এদিকে, এএফসির প্রতিনিধির অনুপস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বাফুফে সহ সভাপতি। পাশাপাশি অনলাইনে ভোট দেয়ার ব্যাপারেও আপত্তি তোলেন মহিউদ্দিন আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')