sports
 22 Mar 20, 01:09 PM
 70             0

করোনার ছোবল॥ রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনার ছোবল॥ রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি শনি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পুত্র ফার্নান্দো সাঞ্জ। ফার্নান্দো বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইটারে বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসা।’ ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')