News71.com
 Sports
 07 Mar 20, 12:16 PM
 523           
 0
 07 Mar 20, 12:16 PM

অধিনায়ক মাশরাফিকে কাঁধে নিয়ে বিদায়ী সম্মান জানালেন সতীর্থ ক্রিকেটার তামিম॥

অধিনায়ক মাশরাফিকে কাঁধে নিয়ে বিদায়ী সম্মান জানালেন সতীর্থ ক্রিকেটার তামিম॥

স্পোর্টস ডেস্কঃ আর কখনও ম্যাশকে বাংলাদেশের হয়ে টস করতে দেখা যাবে না। সর্মথকদের কাছে এই কথাটি শুনা যতটা কষ্টের ঠিক ততটাই সতীর্থদের কাছে বিষাদের। জীবনের শেষ টসটা করলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। এদিন অবশ্য টসে জয় পাননি মাশরাফী। তবে ম্যাচে জয় পেয়েছেন। তামিম ইকবাল একটু বেশিই যেনো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বেশ কিছুক্ষণ মাশরাফীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন। মাশরাফীকে বিদায়ী সম্মান জানানোর জন্য জিম্বাবুয়ের ডাগআউটের কাছ থেকে কাঁধে তুলে নেন মাশরাফীকে, পাশে থাকেন মিরাজ-সাইফরা। তামিমের কাঁধে চড়েই নিজেদের ডাগআউট পর্যন্ত যান মাশরাফী। পরে দলের সব খেলোয়াড়রা ঢুকে যান প্যাভিলিয়নে। বের হন একই জার্সি পরে।যার সামনে লেখা ছিলো ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’ এবং পেছনে মাশরাফির নাম ও জার্সি নম্বর। অধিনায়ককে সম্মান জানাতে এ পথই বেছে নেন সতীর্থরা। এছাড়া সবার সাক্ষর করা একটি জার্সিও উপহার দেয়া হয় মাশরাফীকে। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিশেষ স্মারক তুলে দেন বিদায়ী অধিনায়কের হাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন