News71.com
 Sports
 07 Mar 20, 10:52 AM
 618           
 0
 07 Mar 20, 10:52 AM

করোনা আতংকে স্থগিত ‘শুটিং বিশ্বকাপ’॥

করোনা আতংকে স্থগিত ‘শুটিং বিশ্বকাপ’॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আতঙ্কে স্থগিত হয়ে গেল শ্যুটিং বিশ্বকাপ।১৫ মার্চ থেকে ২৬ মার্চ ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হওয়ার কথা ছিল শুটিং বিশ্বকাপের। তবে করোনা-আতঙ্কের কারণে টুর্নামেন্টে স্থগিত রাখার কথা জানানো হয়েছে।'অলিম্পিক গেমসের আগে ও পরে দুভাগে টুর্নামেন্টের আয়োজন করা হবে। তারিখও শিগগিরই ঘোষণা হবে এমনটাই জানিয়েছে ভারতের শুটিং সংগঠন এনআরএআই। আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের অনুমোদিত এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে কমপক্ষে ২২টি দেশ। এমনকী করোনা-আতঙ্কের কারণে আরও বেশ কিছু দেশ সরে দাঁড়াতে পারে, এমন খবর আগে থেকেই পাওয়া যাচ্ছিল। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় চিন,ইটালি,দক্ষিণ কোরিয়া,জাপান ও ইরানের মতো দেশগুলি থেকে ভারতে আসা বিদেশিদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন