News71.com
 Sports
 03 Mar 20, 11:08 PM
 515           
 0
 03 Mar 20, 11:08 PM

ক্রিকেট ॥ জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় টাইগারদের  

ক্রিকেট ॥ জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় টাইগারদের   

নিউজ ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ৩২২ রান করে টাইগাররা ধরেই নিয়েছিল জয় নিশ্চিত। কিন্তু বাজে বোলিংয়ের কারণে জয়ের ম্যাচেও পরাজয়ের দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। নিশ্চিত পরাজয় জেনেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ডোনাল্ড ত্রিপোনো শেষ বলে ছক্কা হাঁকাতে না পারায় ৪ রানে হেরে যায় জিম্বাবুয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিয়ে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিকে ৩০ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৭৭ রান। রোনাল্ডো ত্রিপানো ও টিনোটেন্ডা মুতুমবাদজি রীতিমতো তাণ্ডব চালান। ৪৬তম ওভারে আল -আমিনের করা ওভারে দুই চার ও এক ছক্কায় ১৬ রান আদায় করে নেন তারা। এরপর শফিউলের করা ৪৭তম ওভারে দুই ছক্কা আর একটি বাউন্ডারি হাঁকিয়ে ২০ রান আদায় করে নেন ত্রিপানো। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪১ রান। আগের ওভারে ১৬ রান খরচ করা আল -আমিন, রান খরচে সতর্ক হওয়ায় ৪৮তম ওভারে ৭ রানের বেশি নিতে পারেনি জিম্বাবুয়ে। মূলত এই ওভারেই তাদের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ দুই ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৩৪ রান। শফিউলের করা ৪৯তম ওভারে ১৪ রান আদায় করে নেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বলে সিঙ্গেল আর দ্বিতীয় বলে ওয়াইড দেন আল -আমিন। পরের বলে ব্যাটিং তাণ্ড চালানো মুতুমবাদজির উইকেট তুলে নেন আল -আমিন। ওভারে তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকান ত্রিপানো। শেষ দুই বলে জয়ে জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। পঞ্চম বলে ডট দেন আল -আমিন। শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৬ রান। স্টাইকে থাকা ত্রিপানো তামিম ইকবালের রেকর্ড গড়া ম্যাচে জিতে ওয়ানডে সিরিজে নিজেদের করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছেন তামিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন