News71.com
 Sports
 03 Mar 20, 11:07 PM
 553           
 0
 03 Mar 20, 11:07 PM

ইংলিশ লীগ কাপে এবারো শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি॥

ইংলিশ লীগ কাপে এবারো শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি॥

নিউজ ডেস্কঃ ইংলিশ লীগ কাপে দাপট অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। এবারও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তারা। রবিবার ফাইনালে পেপ গার্ডিওলার দল ২-১ ব্যবধানে হারিয়েছে এ্যাস্টন ভিলাকে। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো লীগ কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনবার লীগ কাপ জেতার রেকর্ড এখন ম্যানসিটির। তাদের আগে এই কীর্তি গড়েছিল লিভারপুল। একমাত্র দল হিসেবে টানা চারবার লীগ কাপের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনও অলরেডদের দখলে। গত পাঁচ বছরের মধ্যে লীগ কাপে এটা সিটিজেনদের চতুর্থ শিরোপা। শুধু তাই নয়, এই শিরোপা জয়ের মধ্য দিয়ে পেপ গার্ডিওলার অধীনে সর্বশেষ ১১ প্রতিযোগিতার মধ্যে আটটিতেই জয়ের স্বাদ পেল সিটিজেনরা। অন্যদিকে ফাইনালে হারায় চরম হতাশ এ্যাস্টন ভিলা। ১৯৯৬ সালের পর তাদের শিরোপা জয়ের অপেক্ষাটা যে আরও বেড়ে গেল। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এবার শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকেই গেছে পেপ গার্ডিওলার দল। তথাপি হাল ছাড়েনি তারা। লীগ শিরোপা নিজেদের শোকেসে তুলতে এখনও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লীগে যখন খারাপ সময় তখন অন্য টুর্নামেন্টগুলোতে বেশ সতর্ক ম্যানসিটির অভিজ্ঞ কোচ।


চ্যাম্পিয়ন্স লীগেও এবার দুর্দান্ত গার্ডিওলার শিষ্যরা। গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় ইংলিশ জায়ান্টরা। সেই ম্যাচ জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই লীগ কাপের ফাইনাল খেলতে নামে ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়া সেই ম্যাচ থেকে আটটি পরিবর্তন করে রবিবার দল সাজিয়েছিলেন গার্ডিওলা। এর মধ্যে কেভিন ডি ব্র“ইন ছিলেন বদলি বেঞ্চে। তবে মূল দলে ফিরে এসেছেন সার্জিও এ্যাগুয়েরো, রহিম স্টার্লিং এবং ডেভিড সিলভা। এমনকি গার্দিওলার অধীনে ১৯ বছর বয়সী ফিল ফোডেনও এদিন প্রথম থেকেই দলে ছিলেন। ব্যাপক পরিবর্তনের মাঝেও এদিন দারুণ সূচনা করে সিটিজেনরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যেই প্রথম এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। রড্রিগোর পাসে ফোডেনের হেড থেকে বল পান সার্জিও এ্যাগুয়েরো। আর্জেন্টাইন এই তারকার ডিফ্লেকটেড শট ভিলার গোলরক্ষক ওরিয়ান নায়ল্যান্ডকে পরাস্ত করলে উচ্ছ¡াসের জোয়ারে ভাসে ম্যানসিটির সমর্থকরা। কিছুক্ষণ পর দারুণ এক সুযোগ পান ফোডেন। কিন্তু অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ করতে পারেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন