News71.com
 Sports
 02 Mar 20, 09:05 AM
 586           
 0
 02 Mar 20, 09:05 AM

৫০ করতে পারিনা, ডাবল সেঞ্চুরি কোত্থেকে।। লিটন

৫০ করতে পারিনা, ডাবল সেঞ্চুরি কোত্থেকে।।  লিটন

স্পোর্টস ডেস্কঃ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে রেকর্ড গড়া জয় এনে দিয়েছেন লিটন কুমার দাস। তবে, ইনিংসের মাঝপথে পায়ে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় এই ডানহাতি ওপেনারকে। ৩৪তম ওয়ানডের মধ্যে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি ও দুইটি শতক। তার মধ্যে একটি আজকের ১২৬ রানের ইনিংসটি।ম্যাচশেষে লিটন বলেন, ডাবল সেঞ্চুরির কোনো চিন্তাই ছিল না। স্বপ্ন দেখা তো ভালো। কিন্তু সেঞ্চুরিই করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কোত্থেকে করব? বাস্তবতায় থাকা উচিত তো। আমি যে মানুষ পঞ্চাশ, ষাট, একশ করতে পারি না, সে মানুষ কীভাবে ডাবল সেঞ্চুরি করব?’

 

লিটন মনে করেন, নিজের ইনিংস যত বড়ই হোক না কেন, আক্ষেপ থাকবেই। তাই চোট পেয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তার। তিনি আরো বলেন, ক্রিকেট সম্পূর্ণ হতাশার গেম- আমি বিশ্বাস করি। একম্যাচ রান করব, এক ম্যাচ করব না। একশ করলেও চিন্তা আসে আরও দশটা রান বেশি করতে পারতাম। ওসব চিন্তা করলে অবশ্যই আক্ষেপ আছে। কিন্তু আমার কাছে মনে হয় উঠে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল। সামনে ম্যাচ আছে। আমার মনে হয় ব্যাট করলে ৫ বলে ১০ রান করতাম, আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকত। এদিক থেকে উঠে যাওয়া ভালো হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন