স্পোর্টস নিউজঃ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার পাকিস্তান সফরের প্রথম অনুশীলন করলেন ক্রিকেটাররা। বিপিএল চলাকালীন ভিন্ন ভিন্ন দলে ছিলেন তামিম, মাহমুদুল্লাহ, লিটনরা। কিন্তু এদিন তারা এক শিবিরে। অনুশীলন করলেন একসঙ্গে। তাদের অনুশীলনের ফাঁকেই প্রধান নির্বাহীকে নিয়ে হাজির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কথা বললেন ক্রিকেটারদের সঙ্গে। কুশল বিনিময় করলেন কোচিং স্টাফদের সঙ্গে। বিসিবি সভাপতিকে নাগালে পেয়ে সংবাদকর্মীরাও ঘিরে ধরলেন। জানতে চাইলেন পাকিস্তান সফরের বিভিন্ন দিক নিয়ে। পাপনও দিলেন উত্তর, 'ওদের আত্মবিশ্বাস দিতেই তো মাঠে এসেছি। আবার পাকিস্তানেও যাচ্ছি ওদের সাহস দিতে।' এরপর বললেন তিনি মাঠে এসেছেন দুটি কারণে। একটি যারা পাকিস্তানে যাবে তাদের একসঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামে দেখা পাবেন। অন্যটি তিনি দু'দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। তাকে না পেলে ক্রিকেটাররা ভাবতে পারেন, পাকিস্তানে সফর দিয়ে সভাপতি 'লাপাত্তা'!
বিসিবি সভাপতি তাই ক্রিকেটারদের বলেছেন, ২৩ জানুয়ারি পাকিস্তানে গিয়ে তাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে সাপোর্ট স্টাফরা কারা যাচ্ছেন তারও চূড়ান্ত খোঁজ নিলেন। যেমন তিনি জানালেন, বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু যাচ্ছেন পাকিস্তানে। আকরাম খান যাচ্ছেন তাকে নিশ্চিত করতে বলেছেন সেটাও। সাংবাদিকদের পাপন জানান, পাকিস্তানে ২৩ জানুয়ারি সকালে পৌছাবেন ক্রিকেটাররা। তাহলে অনুশীলনের কী হবে তা তিনি জানতে চেয়েছেন। তারা জানিয়েছেন, যেহেতু খেলার মধ্যে ছিলেন তাই পাকিস্তানে আলাদা অনুশীলন করবেন না। তবে ২৩ জানুয়ারি বিকেলে অল্প অনুশীলন সেশন আছে তাদের। বাংলাদেশ জাতীয় দলকে ঘিরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে পাকিস্তান। লাহোরে মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ। তবে ক্রিকেট বোর্ডের সভাপতি জানালেন, দেশ থেকেও আলাদা নিরাপত্তা পরিদর্শক দল যাচ্ছেন। এনএসআই এবং ডিজিএফআই থেকে লোক যাওয়ার কথা আছে। তিনি বলেন, 'আমরা আমাদের তরফ থেকে যে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার সেটা তো নেবই।