News71.com
 Sports
 09 Jan 20, 06:31 PM
 535           
 0
 09 Jan 20, 06:31 PM

ফুটবল॥স্প্যানিশ সুপার কাপের ২য় সেমিফাইনাল আজ

ফুটবল॥স্প্যানিশ সুপার কাপের ২য় সেমিফাইনাল আজ

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের ২য় সেমিফাইনালে বার্সেলোনার মোকাবিলায় নামবে আতলেতিকো।বছরের শুরুতেই এল ক্লাসিকো দেখার সুযোগ পেতে পারে ফুটবল ফ্যানরা। স্প্যানিশ সুপার কাপের ২য় সেমিফাইনালে রাত একটায় লিগ টপার বার্সেলোনার মোকাবিলায় নামবে আতলেতিকো। মেসিরা জয় পেলে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে হবে আরেকটি এল-ক্লাসিকো।ক্লাব ফুটবল, প্রফিট আর বিসনেস এক সুতোয় গাঁথা। রিভিনিউ বাড়াতে বাড়ানো হয়েছে স্প্যানিশ সুপার কাপের দল; দুই থেকে বাড়িয়ে করা হয়েছে চার। স্পেনের বাইরে দর্শক বাড়ানোর পরিকল্পনায় সেমিফাইনাল-ফাইনাল ম্যাচ আয়োজন হয়েছে সৌদি আরবের জেদ্দায়। তিন বছরের ডিলে মধ্যপ্রাচ্যের এই দেশেই হবে সুপার কাপ; যার বার্ষিক আয় ধরা হয়েছে ৪০ মিলিয়ন ইউরো।

উল্লেখ্য এর আগে সুপার কাপের ১৩বার শিরোপা উৎসব করেছে বার্সেলোনা। দুইবারের চ্যাম্পিয়ন আতলেতিকোকে রুখে দিতে আত্মবিশ্বাসী ভালভার্দের ছেলেরা। ইনজুরিতে উসমান দেম্বেলে ও আর্থার হেনরিক। নি-ইনজুরির কারণে সফর মিস করছেন কিপার মার্ক স্টেগেন। আতলেতি কোচ দিয়েগো সিমিওয়েনের টেনশন কমিয়েছে অ্যাঞ্জেল কোরেয়া আর আলভারো মোরাতা; জেদ্দার মাঠে ফিরছেন দুজনই। সাইডলাইনে থাকছেন দিয়েগো কস্তা ও থমাস লেমার। ২০১৪র পর আবারো সুপার কোপা জয়ের সুযোগ রোয়ি ব্লাঙ্কোদের। লিগে বার্সেলোনা-আতলেতিকো শেষ পাচবারের দেখায় জয়ের মুখ দেখেনি সিমিওনের ছেলেরা। তিন ম্যাচে জয় বার্সার, দুই ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন