News71.com
 Sports
 19 Nov 19, 06:42 PM
 752           
 0
 19 Nov 19, 06:42 PM

ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আরও চ্যালেঞ্জিং॥ক্রিকেটার আল আমিন

ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আরও চ্যালেঞ্জিং॥ক্রিকেটার আল আমিন

স্পোর্টস ডেস্কঃ ইডেন গার্ডেনসে ২২ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টের স্বাদ পাবে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগে আলোচনায় গোলাপি বল। ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় গোলাপি বলের ম্যাচটিকে বাংলাদেশের পেসার আল আমিন হোসেন দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। ভারতের মাটিতে উড়ন্ত ভারতের বিপক্ষে ম্যাচটা এমনিতেই হতে যাচ্ছে মুশফিকদের জন্য চ্যালেঞ্জ। এরই মধ্যে ইন্দোর টেস্ট হেরে সিরিজে পিছিয়ে মুমিনুল হকের দলটি। তার মধ্যে প্রথমবারের মতো গোলাপি বলে হবে ম্যাচটি। আল আমিন হোসেন জানালেন, ঐতিহাসিক টেস্টের অংশ হতে মুখিয়ে আছেন দলের সবাই। তিনি জানান, ‘আমরা সবাই এই টেস্টের জন্য রোমাঞ্চিত। প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে হবে, সেটা নিয়েও আমরা রোমাঞ্চিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক এক ম্যাচ। আর গোলাপি বলে খেলতে নামার আগে আমরা চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। ভারতও খেলবে প্রথমবার, আমরাও। সেই হিসেবে মনে হয়, গোলাপি বলের ম্যাচটি দুই দলেরই চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’

আল আমিন আরও জানান, ‘বিকেলের পর ফ্লাডলাইটের আলোয় ম্যাচটি আরও চ্যালেঞ্জিং হবে। বলের মুভমেন্ট বদলে যেতে পারে। অনুশীলন করে যা বুঝলাম, এখানে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে। বোলারদের জন্যও কঠিন হবে। আমার মনে হয় যে দলের বোলাররা প্রথমে ভালো করবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে।’ গোলাপি বল নিয়ে আল আমিন যোগ করেন, ‘বলটি সবার জন্যই নতুন। আর সেটা সবারই জন্যই তৈরি। আমরা সঠিক জায়গায় বল ফেলতে চেষ্টা করব। কলকাতায় আরও দুইদিন অনুশীলনের সুযোগ পাব। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে আমাদের পেসাররা ভালো করবে। পেসারদের মূল দায়িত্বটা নিতে হবে। কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই চেষ্টাই থাকবে কলকাতা টেস্টে। ভালো জায়গায় বল ফেলতে না পারলে ওদের বিশ্বসেরা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা যাবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন