News71.com
 Sports
 12 Nov 19, 12:25 PM
 530           
 0
 12 Nov 19, 12:25 PM

পর্দা উঠলো আন্তর্জাতিক জুনিয়র টেনিসের॥

পর্দা উঠলো আন্তর্জাতিক জুনিয়র টেনিসের॥

স্পোর্টস ডেস্কঃ রাজশাহীতে পর্দা উঠলো আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৮)। টুর্নামেন্ট চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। সোমবার (১১ নভেম্বর) বিকেলে এ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খন্দকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহা পুরদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলশ কমিশনার মো. হুমায়ুন কবির। এছাড়া টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, যুগ্ম সম্পাদক হাসিনুর রহমান টিংকু, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ, টুর্নামেন্ট লিঁয়াজো অফিসার মতিউর রহমান জুলিয়াস, সদস্য আজিজুল আলম মন্টু উপস্থিত ছিলেন। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত এ টুর্নামেন্টে এবার ২২টি দেশের প্রায় ১৫০ জন খেলোয়াড় অংশ নেবেন। ১০ নভেম্বর থেকে শুরু হয় বাছাই পর্বের খেলা। মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে মাঠে গড়াবে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের এ আসর। চলতি বছর আন্তর্জাতিক এ টেনিস আসরে অংশগ্রহণকারী বালকদের মধ্যে তারকা খেলোয়াড় হিসেবে রয়েছেন ভারতের উদয় ভীর সিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন