News71.com
 Sports
 11 Nov 19, 11:25 AM
 1004           
 0
 11 Nov 19, 11:25 AM

ভারতের কাছে হারলেও নাঈমের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ মাহমুদউল্লাহ॥

ভারতের কাছে হারলেও নাঈমের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ মাহমুদউল্লাহ॥

স্পোর্টস ডেস্কঃ মোহম্মদ নাঈম শেখ আর মোহাম্মদ মিঠুনের ব্যাটে ইতিহাস গড়ার পথেই ছিল বাংলাদেশ। নাঈম তো একাই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিলেন। এই তরুণের চোখ ধাঁধানো সব স্ট্রোকের ফুলঝুরি অবশ্য বাকিদের ব্যর্থতায় কাজে লাগেনি। বাংলাদেশও পারেনি ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিততে। তবে ম্যাচের একটা সময় পর্যন্ত বাংলাদেশের হাতেই সুযোগ ছিল ম্যাচ জেতার। এমনটাই বললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বললেন, ‘আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম এবং মিঠুন যেভাবে ব্যাট করেছে তাতে জয়ের পথেই ছিলাম। কিন্তু মাঝের ওভারে দ্রুত তিন উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই। এমনকি ৩০ বলে ৫০ রান যখন দরকার ছিল, তখনও সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। তরুণরা যেভাবে খেলেছে চেষ্টা করেছে তাতে আমি খুশি। কিন্তু যে সুযোগগুলো পেয়েছি সেগুলো ভালোভাবে শেষ করতে পারিনি।’ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরে রোববার (১০ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে মোহম্মদ নাঈমের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ভর করেও সব উইকেট হারিয়ে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা।

ভারতের হয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক আর রেকর্ড বোলিং ফিগারের (৭ রানে ৬ উইকেট) রেকর্ড গড়েন দীপক চাহার। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। দীপক চাহারের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন লিটন (৯)। এর পরের বলে সৌম্যকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তুলেন চাহার। তবে মোহাম্মদ মিঠুন সেই সুযোগ দেননি। এরপর মিঠুন ও নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনে যোগ করেন ৯৮ রান। এর মাঝে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়ার পথে ৩৪ বল খেলেন বাঁহাতি ওপেনার নাঈম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন