News71.com
 Sports
 05 Nov 19, 09:02 PM
 533           
 0
 05 Nov 19, 09:02 PM

ঘূর্ণিঝড় মাহার বাধার মুখে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ ।।

ঘূর্ণিঝড় মাহার বাধার মুখে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ ।।

স্পোর্টস ডেস্কঃ ভারতের নয়াদিল্লির বায়ু দূষণের পর এবার বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘূর্ণিঝড় মাহার বাধার মুখে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার গুজরাট উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে মাহার। ফলে বুধবার থেকেই গুজরাট ছাড়াও ভারী বৃষ্টিপাতে ভেসে যেতে পারে আহমেদাবাদ, সুরাট, ভাবনগর, রাজকোটসহ আরও অনেক অঞ্চল। এতে শঙ্কায় রয়ে গেল বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রকৃতি যেন কোনোভাবেই ক্ষান্ত হচ্ছে না। নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি অতিমাত্রায় বায়ু দূষণের মধ্য দিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবার ঘূর্ণিঝড় মাহার বাধার মুখে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ভারতের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গুজরাট উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মাহার। তাই বুধবার থেকেই গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় তার প্রভাব পড়বে। বর্তমানে আরব সাগরের উপরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মাহা। 

 

ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে গুজরাট উপকূলে। গুজরাটে আঘাত হানার পর ধীরে ধীরে মাহা শক্তি হারালেও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। ভারতের হাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৬ ও ৭ নভেম্বর ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে শুধু গুজরাট নয়। ভাবনগর, আহমেদাবাদ, সুরাট ও রাজকোট ছাড়াও বেশ কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে. আগামী ৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু ঘূর্ণিঝড় মাহার কারণে এখন শঙ্কার মুখে ম্যাচটি। সেক্ষেত্রে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচ। উল্লেখ্য, রাজকোটে এ স্টেডিয়ামে এর আগে কেবল দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে ভারত। ২০১৩ তে অস্ট্রেলিয়া ও ২০১৭ তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি খেলেছে তারা। উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে যা বর্তমানে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন